জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াবে সেপ্টেম্বরে

তিনটি ভেন্যুতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি

0

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছরের সেপ্টেম্বরে। প্রথমবারের মতো গত বছর সিলেটে আয়োজিত এই টুর্নামেন্ট। এবার তিনটি ভেন্যুতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

- Advertisement -

- Advertisement -

রোববার (২৭ জুলাই) বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘গতবার খুব দ্রুত সময়ের মধ্যে আয়োজন হয়েছিল। এবার পরিকল্পনা করে এগোচ্ছে টুর্নামেন্ট কমিটি। আমরা গ্রাউন্ডস কমিটির কাছে তিনটি ভেন্যু চেয়েছি। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এবার এনসিএল টি-টোয়েন্টি তিনটি ভেন্যুতেই হবে।’

আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর, ফাইনাল হতে পারে ৪ অক্টোবর। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে

এবারও আগের মতো দেশের আটটি বিভাগীয় দল অংশ নেবে এই আসরে। গত বছর এনসিএল টি-টোয়েন্টি প্রথমবারের মতো আইসিসি থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছিল। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিজেকে যাচাই করার ভালো সুযোগ।

 

You might also like