গাবতলী-চাষাড়া রুটে পরীক্ষামূলকভাবে এসি বাস চলাচল শুরু

৩০

গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহনের আওতায় এসি বাস চলাচল শুরু হয়েছে।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

গ্রিন ক্লাস্টারের ২১ নম্বর (সংশোধিত) রুটে দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। বাসটির রুট হচ্ছে গাবতলী, শ্যামলী, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত।

অনুষ্ঠানে এহছানুল হক বলেন, গণপরিবহন একটি শহরের মেরুদণ্ড। এটি শুধু যাত্রীদের জন্য নয়, শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত ছিল। যানজট, পুরোনো বাস, অব্যবস্থাপনা এবং যাত্রীদের ভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতিতে আমরা ঢাকা নগর পরিবহনের মাধ্যমে একটি আধুনিক ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। ২১ নম্বর (সংশোধিত) রুটে এসি বাস পরিষেবা চালু করা আমাদের সেই লক্ষ্যেরই একটি অংশ।

তিনি বলেন, এই রুটে চলাচলকারী বাসগুলো অত্যাধুনিক, আরামদায়ক ও যাত্রীবান্ধব হবে। যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। আমরা আশা করি, এই পরিষেবা যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয় হবে এবং তারা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হবে।

তিনি বলেন, কৌশলগত পরিবহন পরিকল্পনার জরিপে দেখা যায়, যেখানে ঢাকার বাস সেক্টর ২০১৪-১৫ সালে ২৩ শতাংশ যাত্রী পরিবহন করতো, সেখানে তা ২০২৩ সালে মাত্র ৯ শতাংশে এ নেমে আসে। আবার মোটরসাইকেল ট্রিপ ৩ থেকে বেড়ে ৯ শতাংশ হয়েছে ও ব্যক্তিগত গাড়ি যথাক্রমে ৪.২ থেকে ৫.৬ শতাংশ হয়েছে। এছাড়া এই সময়ে রিকশা যাত্রীও বেড়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।