এমপিওভুক্তির দাবিতে থালা হাতে শিক্ষকদের ‌‌‘ভুখা মিছিল’

66

স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছেন শিক্ষকরা।

- Advertisement -

- Advertisement -

রবিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ মিছিল বের করেন তারা।

মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে এসে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ নিয়ে টানা ১৫ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

মিছিলে শিক্ষকরা ‘ভাত দে, নইলে বিষ দে’, ‘দাবি মোদের একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে গত ২৩ ফেব্রুয়ারি থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচিসহ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষরা জানান, দুই সপ্তাহ ধরে তারা ন্যায্য দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। কিন্তু সরকার তাদের দাবি নিয়ে কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না। রমজানে রোজা রেখেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা।

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আজিজুর রহমান বলেন, ১৬ বছর ধরে আমরা স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু আমাদের প্রতিষ্ঠান দীর্ঘ সময়েও এমপিওভুক্ত হয়নি। ফলে আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আর্থিক সংকটে পরিবারের সদস্যদের মুখে তিনবেলা ভাত তুলেও দিতে পারছি না।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের মহাসচিব ও নওগাঁ শফিউদ্দিন মোল্লা কলেজের অধ্যক্ষ মনিমুল হক বলেন, নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। আমাদের প্রতিষ্ঠানগুলোর ভৌত কাঠামোসহ সব কিছু যাচাই করে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি যে বেতন-ভাতার সুবিধা সেটা দেওয়া হচ্ছে না। এটা আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

You might also like