রাজশাহীর নিউমার্কেটে আগুনে পুড়েছে ৮ দোকান

রাজশাহীর নিউমার্কেটের কাঁচাবাজারে আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

- Advertisement -

- Advertisement -

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ আগুন লাগে।

দোকানিরা জানান, আগুনে অন্তত ৭-৮ টি মুদি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে নিউমার্কেটের ভেতরের কয়েকটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।