অধিভুক্ত ৭ কলেজকে নিয়ে গঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের নাম ঠিক হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, ‘৭ কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।’
এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রায় চূড়ান্ত। এর দায়িত্ব নেবেন এই সাত কলেজেরই কোনো একজন প্রিন্সিপাল। ইতোমধ্যে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এ আন্দোলন আরও বেগবান হয়।
২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। এগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।