হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টে একটিও সাম্প্রদায়িক সহিংসতা নেই: প্রেসসচিব

18

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জানুয়ারি-ফেব্রুয়ারির যে রিপোর্ট দিয়েছে, সেখানে একটিও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আগের রিপোর্টগুলোতেও ভুল ছিল। আমরা বারবার কারেকশনের কথা বললেও করেনি। আশা করি করবে। এটার ওপর ভিত্তি করে বিদেশে অনেকেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে দোষারোপ করছে। আমাদের সংখ্যালঘু নির্যাতক হিসেবে দেখাচ্ছে।’

প্রেস সচিব বলেন, ‘ভারত-চীন সবাই বাংলাদেশের বন্ধু। প্রধান উপদেষ্টা বলছেন আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাই।’

তিনি জানান, চীন সফরে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট শি জিন পিং। চীন সফরে বিনিয়োগ আকৃষ্ট করাই হবে মূল লক্ষ্য।

এছাড়া, বোয়াও ফোরামে বিভিন্ন দেশের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রেস সচিব।

এসময় তিনি আরও জানান, স্টারলিংক কোন কোন কোম্পানির সঙ্গে চুক্তি করছে তা অন্তর্বর্তী সরকার জানে না।

You might also like