বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

36

জাতীয় মসজিদ বায়তুল মোকররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়। দেশের এবং ফিলিস্তিনের জন্য শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয় নামাজ।

- Advertisement -

- Advertisement -

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (৩১ মার্চ) ফজর নামাজের পর থেকেই ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে থাকেন।

ঈদ জামাত ঘিরে বায়তুল মোকাররমে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ গেটগুলোতে বসানো হয়েছে আর্চওয়ে। দক্ষিণ গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে। এ গেটে দুটি আর্চওয়ে দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। নামাজ শুরুর আগেই মসজিদ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সকাল ৭টায় শুরু হয় প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেছেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

নামাজ শেষে মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসুল্লিরা।

এরপর সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

You might also like