গোপালগঞ্জে গ্রেপ্তার শিশুদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

0

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৫ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

- Advertisement -

- Advertisement -

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

এর আগে ‘গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও’ শিরোনামে ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে গ্রেপ্তার হওয়া শিশুদের ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নিষ্ক্রিয়তা নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ২১ জুলাই রিটটি করেন। রিট আবেদনকারী দুই আইনজীবী হলেন উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ। আজ আদালতে রিটের পক্ষে তাঁরা নিজেরাই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

হাইকোর্ট তদন্ত কমিটি গঠন করে আগামী ৫ নভেম্বরের মধ্যে বিবাদীদের প্রতিবেদন দিতে বলেছেন বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ।

আইনজীবী আবেদা গুলরুখ প্রথম আলোকে বলেন, ‘গোপালগঞ্জে গ্রেপ্তারের যে ঘটনা, তাতে ৯ শিশু গ্রেপ্তার—এমন খবর ২০ জুলাই পাই। এর ভিত্তিতে শিশুদের আটক ও বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন যেহেতু অনুসরণ করছে না, এ বিষয়টি চ্যালেঞ্জ করে রুল ও নির্দেশনা চাওয়া হয়। রুল পেয়েছি। প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে একটা তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে বিবাদীদের। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলার যে পুলিশ সুপার, সবাই মিলে একটা তদন্ত কমিটি করে প্রতিবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে আদালতে জমা দেবে।’

‘গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও’ শিরোনামে আসা প্রতিবেদন সূত্রে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব এবং পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারীরা।

আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল দিয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। বিষয়টি আগামী ৫ নভেম্বর আবার কার্যতালিকায় আসবে।

 

You might also like