১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০২৫ শুরু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন ডিউটি) এবং ইসি৪জে’র প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম খান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আকাই লিন।
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এই মেলা আন্তর্জাতিক নির্মাতা, পেশাদার ক্রেতা এবং প্লাস্টিক, মুদ্রণ ও প্যাকেজিং শিল্পের সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য একটি চমৎকার সোর্সিং প্ল্যাটফর্মই। এছাড়া সব অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে নেটওয়ার্কিং এবং প্রাসঙ্গিক তথ্য বিনিময়ের সুযোগ পাবেন এখান থেকে।
আইপিএফ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এতে ১৮টি দেশের ৮০০ টিরও বেশি স্টল এবং ৩৯০ টিরও বেশি শীর্ষ ব্র্যান্ড অংশ নিয়েছে।
দর্শনার্থীরা প্লাস্টিক প্রক্রিয়াকরণ থেকে শুরু করে উচ্চ প্রযুক্তির মুদ্রণ, প্যাকেজিং সমাধান, কাঁচামাল এবং মান পরীক্ষার সরঞ্জাম সবকিছুই দেখতে পাবেন।
এক্সপোতে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, তাইওয়ান, তুরস্ক, যুক্তরাজ্য এবং আরও অনেক দেশের শীর্ষস্থানীয় কোম্পানি উপস্থিত থাকবে, যা বিশ্ব বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরবে।
প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা।