স্টারলিংককে টেক্কা দিতে আসছে অ্যামাজন
স্যাটেলাইট-নির্ভর মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে টেক্কা দিতে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন।
বিশ্বব্যাপী স্টারলিংকের সঙ্গে তীব্র প্রতিযোগিতা শুরু করেছে অ্যামাজন। এবার সেই প্রতিযোগিতার ঢেউ লাগছে বাংলাদেশেও।
সূত্র জানায়, অ্যামাজন এরইমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সভা করেছে। শুধু নিয়ন্ত্রক সংস্থাই নয়, বিভিন্ন মোবাইল অপারেটরদের সঙ্গেও কথা বলেছেন অ্যামাজনের কর্মকর্তারা। তারা আগামী বছরেই সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
এ ব্যাপারে টেলিযোগাযোগ সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ টেকনিক্যাল অফিসার সুমন আহমেদ সাবির বলেন, অ্যামাজন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর অংশ হিসেবে বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলছে।
বিট্বিআরসির কয়েকটি সূত্র জানায়, অ্যামাজনের লক্ষ্য আগামী বছরের শুরুতে বাংলাদেশে কার্যক্রম শুরু করা। সে লক্ষ্যে বেশ জোরেশোরেই কাজ করছেন তাদের কর্মকর্তারা।
বাংলাদেশে অ্যামাজনের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন সুমন আহমেদ সাবির। বলেন, “যদি একাধিক স্যাটেলাইট অপারেটর এদেশে কাজ করে তাহলে গ্রাহকদের জন্য তা ভালো হবে। একাধিক প্রতিযোগী থাকলে এর দামও সাশ্রয়ী হবে।”
স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা করে অ্যামাজন ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কাইপার ইন্টারনেট স্যাটেলাইটের অংশ হিসেবে ২৭টি স্যাটেলাইট একযোগে উৎক্ষেপণ করে। কাইপার প্রকল্পের অংশ হিসেবে অ্যামাজন প্রথমধাপে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে – এমনটাই পরিকল্পনা তাদের। অ্যামাজন কাইপারের তৈরিতে ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের বেশ কয়েক মাস পর স্টারলিংকের বিষয়টি আলোচনায় আসে। নানান গুঞ্জনের পর ৯ এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের সেবার ব্যবহার শুরু হয়।
স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন। শ্রীলংকার পরে দক্ষিণ এশিয়ার ২য় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।