বিয়ে করেছেন লাক্স তারকা শানু

৩২

বিয়ের কথা প্রকাশ্যে আনলেন লাক্স তারকা ও অভিনেত্রী শানারেই দেবী শানু। নতুন জীবনে তার সঙ্গী মাহবুব জামিল পুলক।

- Advertisement -

- Advertisement -

তিনি পেশায় প্রকৌশলী হলেও লেখাটা তারও নেশা! আর এ সূত্র ধরেই পরিচয়।

শানু গণমাধ্যমকে জানান, তারা বিয়ে করেছেন গত বছরের ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।

শানু বলেন, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি আমি জানাইনি। আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিসিয়ালি জানাইনি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় আরও অনেকেই জেনেছেন।’

তিনি বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের, তেমনি সংবেদনশীলও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করি।’

মাহবুব জামিলের বিষয়ে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

মাহবুব জামিল পুলক ঢাকার ছেলে। লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৯ সালে। তার প্রকাশিত প্রথম প্রকাশনা ‘জলপরীর নিঃশ্বাস’ বইটির মাধ্যমে।