গাজা পুনর্গঠনের পরিকল্পনায় আরব বিশ্বের ৭ দেশের বৈঠক

৩৩

যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন আরব বিশ্বের সাতটি দেশের নেতারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ডাকা বৈঠকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ এবং বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা অংশ নিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর করে গাজা দখলের পরিকল্পনা করছেন। এরই  প্রতিক্রিয়ায় আরব নেতারা এ বৈঠক করেন। বৈঠকে আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। এছাড়া এ পরিকল্পনা গাজার বাসিন্দাদের অধিকারকে পদদলিত করবে।

আল অ্যারাবিয়া বলেছে, আগামী ৪ মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিকল্প পরিকল্পনা তুলে ধরার ব্যাপারে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে।

তবে শুক্রবারের বৈঠকের ব্যাপারে আরব নেতাদের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। আরব দেশগুলো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার বিশদ বিবরণে সম্মত হয়েছে কি না- সেটাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।