৫ ইসরায়েলিকে ছেড়ে দিল হামাস, মুক্তি পাচ্ছেন ৬০২ ফিলিস্তিনি

৩৪

আরও ৫ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

- Advertisement -

- Advertisement -

শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে দুজনকে মুক্তি দেওয়া হয়েছিল। সবাইকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ চুক্তির অংশ হিসেবে শনিবারই ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে বাসে হওয়া বিস্ফোরণ এবং তা নিয়ে পশ্চিম তীরে আবারও অভিযান পরিচালনার হুঁশিয়ারির মধ্যেই হামাসের পক্ষ থেকে শনিবার ইসরায়েলের আরও ৫ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা আসে।

প্যালিস্টানিয়ান প্রিজনারস মিডিয়া অফিসের (আসরা) তথ্যমতে, এর বিপরীতে ইসরায়েল ৬০২ জন বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এবারের চুক্তিতে এ পর্যন্ত ১ হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

একদিকে ইসরায়েল–হামাস শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ চলছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আটকও চলছেই।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে ৯০ জনের মতো ফিলিস্তিনিকে পশ্চিম তীর থেকে আটক করা হয়েছে। এই সময় ১৫টির বেশি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়।

পশ্চিম তীরের ইসরায়েল অধিকৃত উত্তরাঞ্চলে এই অভিযান চালানো হচ্ছে। অঞ্চলটির কিছু আশ্রয়শিবিরে পরিচালিত ইসরায়েলি অভিযানে ডজনের ওপর ফিলিস্তিনি নিহত হয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা।