মানবতাবিরোধী অপরাধে ‘গ্রেপ্তার’ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

- Advertisement -

দেশটির সিনেটর ও সাবেক শ্রমমন্ত্রী সিলভেস্ট্রে বেলো এ তথ্য জানিয়েছেন।

এদিকে দুতার্তের আইনজীবী মার্টিন ডেলগ্রা জানিয়েছেন, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার কঠোর বক্তব্যের জন্য পরিচিত।  কিছুদিন আগেই তিনি হংকংয়ে যান। সেখান থেকে মঙ্গলবার ফিলিপাইনে ফেরেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হয়েছেন দুতার্তে। ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী যুদ্ধে ঘোষণা করেছিলেন তিনি।

ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল কমিউনিকেশন অফিস (পিসিও) জানায়, ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানার অফিসিয়াল কপি পেয়েছে ম্যানিলা।

সরকারি চিকিৎসকরা জানিয়েছেন, দুতার্তে সুস্থ আছেন।

পুলিশের বরাত দিয়ে ফিলিপাইনের সাবেক শ্রমমন্ত্রী বেলো জানান, দুতার্তেকে ফিলিপাইনের পুলিশ হেডকোয়ার্টার ক্যাম্প ক্রেমে নিয়ে যাওয়া হবে।