কঙ্গোতে ফুটবল খেলে ফেরার পথে নৌকাডুবে ২৫ জনের মৃত্যু

১০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

- Advertisement -

- Advertisement -

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নদোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।  নৌকাডুবির পর ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে অনেকেই ফুটবলার।

প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানান, গত রবিবার মাই-নদোম্বে প্রদেশের মুশি শহরে একটি ফুটবল ম্যাচ খেলে ফিরছিলেন খেলোয়াড়রা। পরে কোয়া নদীতে এসে নৌকাটি ডুবে যায়। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা কর্তৃপক্ষের।

গভীর রাতে ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ডিআর কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। ১০ কোটির বেশি মানুষের দেশটিতে যাতায়াতের প্রধান মাধ্যম নৌযান।