কলকাতায় হোটেলে আগুন: ১৪ জনের মৃত্যু

9

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার একটি হোটেল অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উত্তর কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি আবাসিক হোটেলে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
“১৪টি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে”, বলেছেন তিনি।
কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিত হয়নি।
আনন্দবাজার জানিয়েছে, প্রবল ধোঁয়ার কারণে হোটেলটি প্রায় ‘গ্যাসচেম্বারে’ পরিণত হয়েছিল। ফলে ভেতরে আটকা পড়া অনেকেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।
আগুন থেকে বাঁচতে একজন উপর থেকে লাফ দেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
দমকল কর্মীরা মই দিয়ে চার ও পাঁচ তলায় উঠে হোটেল কক্ষের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। যারা কার্নিশে আশ্রয় নিয়েছিলেন তাদের মই দিয়ে নিরাপদে নিচে নামিয়ে আনেন তারা।
৫ তলা হোটেলটির অন্তত ৪৭টি কক্ষের প্রায় সব ঘরে লোকজন ছিল। তাদের সবাই পশ্চিমবঙ্গ ও ভারতের অন্য রাজ্যগুলোর বাসিন্দা।
দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
ঘটনাস্থল মদন মোহন বর্মণ স্ট্রিটের ওই হোটেলটির আশপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

- Advertisement -

- Advertisement -

You might also like