দেশকে পুনর্গঠন করাই লক্ষ্য: তারেক রহমান

৩৯

স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর এখন দেশ পুনর্গঠনই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

- Advertisement -

- Advertisement -

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা এখানে উপস্থিত প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটিই, উদ্দেশ্য একটিই বাংলাদেশকে পুনর্গঠন করা। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।’