গণতন্ত্রের বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
বিএনপি নেতারা জানান, ভাষা আন্দোলন থেকেই দেশের মানুষ তার অধিকার আদায়ের আন্দোলন শুরু করেছে।
তাদের দাবি, সব ভাষা শহীদের নাম তালিকায় নেই, ক্ষমতায় এলে সঠিক তালিকা করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ভাষা শহীদের সংখ্যা আরও বেশি ছিল। যদি আবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির হাতে আসে তাহলে যেন এ বিষয়ে অনুসন্ধান করা হয়। আরও যারা শহীদ হয়েছেন সে সময় তাদের যেন মর্যাদা দেওয়া হয়।’
সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংকট সমাধান সম্ভব নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এক ধরনের আঁতেল বাংলাদেশে গজিয়ে ওঠেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা জানে যে জনগণ তাদের কখনো গ্রহণ করবে না। আজব আজব ধ্যান ধারণা জনগণের ওপর চাপিয়ে দিতে চায়, এ ছাত্রদের মাধ্যমে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে দায়িত্ব পালন করছে, কী করছে না–এটা কিন্তু বাংলাদেশের মানুষের নজরে রয়েছে। এটা অস্বীকার করা যাবে না। কারণ বাংলাদেশের মানুষ আজকে যাকে ভালোবাসে, তারা যখন ক্ষমতায় যায় এই একই জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠে।’
গণদাবি মেনে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা।