সাবেক সমন্বয়কদের সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

67

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ।

- Advertisement -

- Advertisement -

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম এবং মুখপাত্র আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।

এদিকে এসব নাম ঘোষণার পর আরেক দল পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। এসময় নানা স্লোগান দেন তারা।

গতকাল মঙ্গলবার রাতে নতুন ছাত্র সংগঠনের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতেই নতুন ছাত্রসংগঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্রনেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বাকের। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিবও ছিলেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ছাত্রসংগঠন করার ঘোষণা দেন একাংশের ছাত্রনেতারা। তারা বলেন, নতুন এই সংগঠনটির মূল কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে শুক্রবার। ওইদিন বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জনসভার মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে।

You might also like