কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই বাংলাদেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানে বিএনপির যৌথসভা শেষে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাতারে আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে আগামী ৫ মে সোমবার বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ।”
ফ্লাইটটি ঠিক কখন অবতরণ করবে, সেটি নিশ্চিত করে বলেননি ফখরুল। বলেন, “সময় চুড়ান্ত হওয়ার পর জানাব।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতির আদেশে মুক্ত হওয়ার চার মাস পর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই এই যাত্রা হয়েছিল তার।
লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান খালেদা জিয়া।
ক্লিনিকটির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।