ঋণ তথ্য ব্যুরোতে ভুল তথ্য দিলে জরিমানা: বাংলাদেশ ব্যাংক

১৭

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) ভুল তথ্য দিলে সেই ব্যাংককে পাঁচ লাখ টাকা জরিমানা করবে বাংলাদেশ ব্যাংক।

- Advertisement -

- Advertisement -

এমনকি তথ্যের পক্ষে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলেও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তারা শাস্তির আওতায় পড়বেন।

বুধবার (৫ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ঋণে শৃঙ্খলা সুসংহত করতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। সিআইবি তথ্যভাণ্ডারে সংরক্ষিত ঋণ তথ্যে হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতাদের সবরকম তথ্য প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে জমা দিতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে তথ্য হালনাগাদ না করা হলে ৩ দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে। নাহলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে  জরিমানা হবে এবং কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।