রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

0

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

- Advertisement -

- Advertisement -

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি সাব-মেশিনগান (এসএমজি), একটি রাইফেল, বিপুল গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে ওই এলাকায় ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সকালে পাহাড়ি জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

পাহাড়িরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে চেনে ‘বম পার্টি’নামে। সংগঠনটি ‘কুকি-চিন রাজ্যে’ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়; যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না; থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।

কেএনএফ ও কেএনএ’র বিরুদ্ধে অভিযানের মুখে বিভিন্ন সময় বম সম্প্রদায়ের প্রায় তিন হাজার ব্যক্তি ভারতের মিজোরাম ও বনজঙ্গলে আশ্রয় নেন। বমদের সামাজিক সংগঠন বম সোশাল কাউন্সিল ও সেনাবাহিনীর সহায়তায় সম্প্রতি তারা ভিটেমাটিতে ফিরতে শুরু করেছেন। বম সোশাল কাউন্সিল বলছে, তিনশ পরিবার এলাকায় ফিরে খাদ্য সংকটের মুখে পড়েছে।

You might also like