ভারতের পতাকা না রাখার ব্যাখ্যা দিল পাকিস্তান

৩৪

বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে আইসিসির এই আয়োজন।

- Advertisement -

- Advertisement -

চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম ভেন্যু করাচি স্টেডিয়ামে অংশগ্রহণকারী ৮ দেশের মধ্যে ৭টির পতাকা লাগানো হলেও ভারতের পতাকা রাখা হয়নি। এই ঘটনার একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নেট দুনিয়ায় এরপর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়।

এমন বিতর্কিত কাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড কীভাবে করল – তা নিয়ে যখন চারিদিকে সমালোচনা হচ্ছিল, ঠিক তখনই নীরবতা ভেঙেছে পিসিবি।

মঙ্গলবার ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসির গাইডলাইনের কারণে ভারতের পতাকা স্টেডিয়ামে লাগানো হয়নি। সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইসিসির পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আছে, ম্যাচের দিন স্টেডিয়ামে শুধুই চারটি পতাকা উড়বে। যার মধ্যে দুটি আইসিসি ও পিসিবির পতাকা, বাকি দুটি ম্যাচে অংশগ্রহণকারী দুই দেশের। ভারত যেহেতু পাকিস্তানের কোনো ভেন্যুতেই খেলবে না, তাই কোথায় তাদের পতাকা রাখা হয়নি।

এই ব্যাপারে ক্রিকেট পাকিস্তানকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আইসিসি নির্দেশনা অনুযায়ী ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে – আইসিসি, পিসিবি এবং নির্দিষ্ট ম্যাচে অংশ নেওয়া দুটি দল। সিম্পল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়ালেও আগামীকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ। করাচিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় পাকিস্তান- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।

নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে ভারত তাদের দল পাকিস্তানে পাঠাতে রাজি হয়নি। এ নিয়ে অনেক জলঘোলার পর শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো ও একটি সেমিফাইনাল (ভারত ফাইনালে উঠলে ফাইনালও) দুবাইয়ে রেখে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান।