জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিভাগভিত্তিক ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছে মিরপুর পল্লবীর স্পোর্টস অ্যারেনায়।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল হবে আগামীকাল শনিবার।
রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
টুর্নামেন্ট উপলক্ষে গতকাল রাতে রাজধানীর ফ্যালকন হলে জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিটি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে ৪০তম ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবারের আসরে। যা টুর্নামেন্টকে দিচ্ছে এক অনন্য মাত্রা।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.