বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তামিম

64

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল।

- Advertisement -

- Advertisement -

বুকে তীব্র ব্যথা হওয়ায় তাৎক্ষণিকভাবে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে।

সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম। শুরুতে মোহামেডানের স্পোর্টি ক্লাবের অধিনায়ক হিসেবে টসও করেছেন। এরপর হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তামিমের।

শুরুতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে, হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না। পরে তাৎক্ষণিকভাবে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে।

তামিমের অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না। ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল।’

দেবাশীষ বলেন, ‘তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।’

You might also like