বাসায় ফিরেছেন তামিম

48

অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে ডাক্তারদের পরামর্শে বাসায় নেওয়া হয়েছে এই বাঁহাতি ওপেনারকে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী চিকিৎসা বাসাতেই নেবেন তামিম।

- Advertisement -

- Advertisement -

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তামিমের বাসায় ফেরার খবরটি দেশকাল নিউজ ডটকমকে জানিয়েছেন তার বড় ভাই নাফীস ইকবাল। তবে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি।

আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুসারে বাসাতেই থাকবেন তামিম। এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে তিন মাসের বেশি সময় লাগতে পারে তামিমের। এ ছাড়াও ধূমপান থেকে বিরত থাকাসহ বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে দেশসেরা ওপেনারকে।

গত সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। বুকে ব্যথা অনুভব করায় তখনই দ্রুত তাকে সেখানকার কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালে ভর্তির পর জানা যায়, তামিমের পরপর দুবার হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পড়েছে। ঢাকায় আনার মতো অবস্থায় নেই। সেদিন সেখানেই দ্রুত রিং পরানো হয় তার।

এরপর গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। সেখান থেকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার বাসায় ফিরতে পেরেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

You might also like