বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস লেখার পথে আরেকটি পালক যোগ হলো। লাল-সবুজ জার্সিতে এবার দেখা যাবে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমকে। ফিফার কাছ থেকে পাওয়া চূড়ান্ত ছাড়পত্রে এখন আর কোনো বাধা রইল না এই প্রতিভাবান ফুটবলারের। তিনি খেলতে পারবেন আসন্ন সিঙ্গাপুর ম্যাচেই।
২৭ বছর বয়সী শমিত বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে খেলছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। তার ভাষায়, “ফিফার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শমিত পুরোপুরি বাংলাদেশের হয়েই মাঠে নামার জন্য প্রস্তুত।”
শুধু বাংলাদেশ নয়, উত্তর আমেরিকার ফুটবলেও শমিতের উপস্থিতি চোখে পড়ার মতো। তিনি কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন এবং অংশ নিয়েছেন বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। তবে যেহেতু প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে তিনি কানাডার জার্সি পরেননি, ফিফার নিয়ম অনুযায়ী অন্য দেশের প্রতিনিধিত্ব করতে বাধা ছিল না।
২০২৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীও ফিফার অনুমোদন পেয়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পান। হামজা বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন এবং জাতীয় দলের জার্সিতে অভিষেকও সেরেছেন। গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত গোলশূন্য ম্যাচে লড়াই করেছিলেন তিনি।
ফিফার অনুমোদন পাওয়া শমিত সোমের দলে যোগ দেওয়া নিঃসন্দেহে বাংলাদেশের মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে। অভিজ্ঞতা, গতি ও কৌশলের সংমিশ্রণে মাঠের মাঝমাঠে তার উপস্থিতি গড়ে দিতে পারে বড় ব্যবধান।
সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচে তাই কৌতূহল থাকবে—লাল-সবুজ জার্সিতে শমিত সোমের প্রথম পদচারণা কেমন হয়, আর তিনি কি পারবেন দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশার প্রতিদান দিতে, তা তো সময়ই বলে দেবে।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.