টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত তালিকায় এবারও শীর্ষে পর্তুগিজ এই ফুটবল সুপারস্টার।
ফোর্বসের তথ্যমতে, আল নাসরের হয়ে খেলা ৪০ বছর বয়সী রোনালদোর চলতি বছরের মোট আয়ের পরিমাণ ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার কোটি টাকা)। এই অর্থের বড় একটি অংশ এসেছে মাঠের বাইরের বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তি থেকে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ৯৩৯ মিলিয়নেরও বেশি অনুসারীর প্রভাব স্পষ্ট।
এই আয় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এনবিএ তারকা স্টেফেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই গার্ডের আয় ১৫৬ মিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে উঠে এসেছেন ব্রিটিশ হেভিওয়েট বক্সার টাইসন ফিউরি, যার আয় ১৪৬ মিলিয়ন ডলার—যদিও গত ডিসেম্বরে তিনি ওলেক্সান্ডার উসিকের কাছে হেরেছেন।
রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবার নেমে গেছেন পাঁচে। তাঁর আয় ১৩৫ মিলিয়ন ডলার।
ফোর্বসের ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদ:
১. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল)– ৩২১২.৫ কোটি টাকা
২. স্টেফেন কারি (বাস্কেটবল)– ১৮২৫.২ কোটি টাকা
৩. টাইসন ফিউরি (বক্সিং)– ১৭১০.২ কোটি টাকা
৪. ডাক প্রেসকট (আমেরিকান ফুটবল)– ১৬০২.৯ কোটি টাকা
৫. লিওনেল মেসি (ফুটবল)– ১৫৭৯.৫ কোটি টাকা
৬. লেব্রন জেমস (বাস্কেটবল)– ১৫৬৪.৫ কোটি টাকা
৭. জুয়ান সোতো (বেসবল)– ১৩৩৩.৮ কোটি টাকা
৮. করিম বেনজেমা (ফুটবল)– ১২১৬.৮ কোটি টাকা
৯. শোহেই ওহতানি (বেসবল)– ১২০০.২৫ কোটি টাকা
১০. কেভিন ডুরান্ট (বাস্কেটবল)– ১১৮১.৪ কোটি টাকা

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.