ক্রিকেট বোর্ডের সভাপতি পদে ফারুককে চান না আট পরিচালক
যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন পরিচালকরা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছেন আট পরিচালক। যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন তারা। চিঠিতে অনাস্থা জানানোর কারণও উল্লেখ করেছেন ওই পরিচালকরা।
অনাস্থা জ্ঞাপন করা চিঠিতে স্বাক্ষর করা আট পরিচালক হলেন- নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী।
পরিচালকারা চিঠিতে উল্লেখ করেছেন- ফারুক আহমেদকে ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দিয়ে বিসিবি পরিচালক করা হয় এবং পরবর্তীতে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়। যেহেতু সংখ্যাগরিষ্ট পরিচালকবৃন্দ (৯ জনের মধ্যে ৮ জন) অনাস্থা জানাচ্ছেন, ক্রীড়া পরিষদ কর্তৃক ফারুক আহমেদকে দেওয়া পরিচালকের মনোনয়ন যেন বাতিলের আইনানুগ ব্যবস্থা করা হয়।
ফারুকের বিরুদ্ধে আট পরিচালকের আনা অভিযোগ হলো- দায়িত্বপ্রাপ্তির সময় বোর্ডের কমিটিসমূহ পুনর্গঠনের কথা ছিল। ৫ মাস পর তিনি কমিটি পুনর্গঠন করেন। কিন্তু বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে পরিচালকরা স্বাভাবিক ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।
পরিচালনা পর্ষদকে পাশ কাটিয়ে সভাপতির এককভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেন। একের পর এক দ্বায়িত্বজ্ঞানহীন কাজ ও স্বেচ্ছাচারিতায় বিসিবির অভ্যন্তরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেশে ও বাইরে সুনাম ক্ষুন্ন হয়েছে ও বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে।
চিঠিতে বলা হয়েছে- বিভিন্ন পরিচালককে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়। কমিটি স্বাধীন থাকে এবং সভাপতি কমিটির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু বর্তমান সভাপতি হস্তক্ষেপের মাধ্যমে এককভাবে সিদ্ধান্ত নেন। পরিচালকরা বা কমিটি অনেক সময় সভাপতির সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না। উদাহরণস্বরূপ- কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার বিষয়টি উল্লেখ করেছেন পরিচালকরা। যা তারা প্রেস রিলিজের মাধ্যমে জেনেছেন।