বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণায় চমক, বাদ পড়লেন তিনজন

1

বাংলাদেশ দলে যখন সিঙ্গাপুর ম্যাচের উত্তেজনা চরমে, ঠিক তখনই এলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে ঘোষিত হলো বাংলাদেশের চূড়ান্ত দল।

- Advertisement -

- Advertisement -

কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জনের প্রাথমিক তালিকা থেকে ছেঁটে ফেলেছেন তিনজনকে। এই তিনজন হলেন—ডিফেন্ডার ঈসা ফয়সাল, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি।

সবচেয়ে বড় চমক—ঈসা ফয়সালকে বাদ দেওয়া। মাঠে তার আত্মবিশ্বাস, ডিফেন্সিভ রিডিং আর বল কন্ট্রোল বরাবরই প্রশংসিত হয়েছে। তাকে না রাখা মানে রক্ষণভাগে বড় ধরনের পরিবর্তনের আভাস।

কোচ কাবরেরার ‘পছন্দের খেলোয়াড়’ হিসেবেই পরিচিত জনি। অথচ সিঙ্গাপুরের বিপক্ষে এত গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা পেলেন না চূড়ান্ত দলে। স্ট্র্যাটেজিক ডাইভারসিটি নাকি ঝুঁকি নিয়ে নতুন কিছু পরখ করার ইচ্ছা—সেটির জবাব আপাতত কাবরেরার কাছেই আছে।

এদিকে, বাংলাদেশ কোচ এখনো শুরুর একাদশ ঘোষণা করেননি। তবে দলের এই রদবদলের পর সম্ভাব্য ফরমেশন ও একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে। ম্যাচ শুরু মঙ্গলবার সন্ধ্যা ৭টায়, জাতীয় স্টেডিয়ামে।

কাবরেরা তার পছন্দের খেলোয়াড়দের ওপর ভরসা রাখছেন নাকি সিঙ্গাপুরের বিপক্ষে ভিন্ন ছক কষেছেন —সেটি জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে এতটুকু নিশ্চিত, সিঙ্গাপুরের বিপক্ষে শুরুর একাদশে যদি নতুন কোনো নাম থাকে, অবাক হওয়ার কিছুই থাকবে না!

You might also like