একের পর এক সুযোগ হাতছাড়া করে হেরে গেল বাংলাদেশ

1

শেষ পর্যন্ত সমতায় ফেরা হলো না বাংলাদেশের। ম্যাচের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক আক্রমণের পরও হতাশ হতে হলো হামজাদের।

- Advertisement -

- Advertisement -

একদম শেষ মুহূর্তে কর্নার থেকে সুযোগটি নষ্ট না হলেও ম্যাচের ফল অন্যরকম হতে পারত। রক্ষণ সামলে রেখে সিঙ্গাপুর জিতেছে ২-১ গোলে।

কানাডা প্রবাসী শমিত সোমের অভিষেক ম্যাচে হেরে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল ‘সি’ গ্রুপে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই। পয়েন্টের খাতা যে এখনো খুলতে পারেননি হামজরা।

সময় নষ্ট করায় অতিরিক্ত ৭ মিনিটের খেলা চলেছে ১১ মিনিটেরও বেশি। তার আগে রাকিবের গোলে আশা ফিরলেও সমতায় ফেরা হলো না বাংলাদেশের। একদম শেষ মুহূর্তে বাংলাদেশর একটি হেড চলে যায় সিঙ্গাপুরের পোস্টের ওপর দিয়ে। এর পরপরই শেষ বাঁশি বাজান রেফারি।

ম্যাচ শেষে হামজার সঙ্গে বিবাদে জড়ায় সিঙ্গাপুরের খেলোয়াড়েরা। তবে সেটি ভালোভাবে সামাল দেয় রেফারি ও সতীর্থরা।

জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে হাজার হাজার সমর্থকদের প্রত্যাশ ছিল অনেক। সেটি পূরণ না হলেও ম্যাচ শেষে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে স্লোগায় দেয় তারা।

You might also like