সীমিত ওভারের ফরম্যাটে কদিন আগেই নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে পেয়েছে বাংলাদেশ। এবার ওয়ানডের নেতৃত্বেও আসছে পরিবর্তন। সবকিছু ঠিক থাকলে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
তার কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তে কিছু না ঘটলে মিরাজ হচ্ছেন নতুন অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে মিরাজের নেতৃত্বের অধ্যায়।
বৃহস্পতিবার পরিচালকদের নিয়ে জুম মিটিং হয়। যেখানে মূল আলোচ্যসূচিই ছিল ওয়ানডের নেতৃত্বের বদল। দেশকাল নিউজকে খবরটি নিশ্চিত করছেন জুম মিটিংয়ে থাকা বোর্ডের একজন পরিচালক।
টি-টোয়েন্টি থেকে নিজেই সরে যাওয়া নাজমুল হোসেন শান্ত এবার ওয়ানডের নেতৃত্বেও থাকছেন না।
তবে টেস্টে আগামী এক বছরের জন্য বাংলাদেশের নেতৃত্ব দেবেন শান্ত। শ্রীলঙ্কা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। যে সফরে শান্তর ডেপুটি হিসেবে আছেন মিরাজ। আগামী এক বছর লাল বলের ক্রিকেটে এই দুজনকে দেখা যাবে এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে।
টি-টোয়েন্টিতেও লিটনকে দীর্ঘমেয়াদি চিন্তায় নেতৃত্ব দিয়েছে বোর্ড। গত মে মাসে দায়িত্ব পাওয়া লিটনকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে।
দীর্ঘমেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া শান্ত। শ্রীলঙ্কা সফরের আগের দিন তেমনটাই শোনালেন বাঁহাতি এই ওপেনার।
তিনি বলেন, “প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত। কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি সময় দেওয়া হয়, তাহলে অধিনায়কের পক্ষে সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেওয়া হয়েছে। বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি এটা যথেষ্ট।”
অধিনায়কত্বের দৌড়ে আগে থেকেই এগিয়ে
বয়সভিত্তিক দল থেকেই বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল মিরাজকে। সময়ের পরিক্রমায় মিরাজ নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলের জার্সিতেও। তাইতো যতবারই নেতৃত্ব বদলের প্রসঙ্গ উঠেছে ততবারই বাংলাদেশের নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন মিরাজ।
তাছাড়া বাংলাদেশের নির্ভরযোগ্য পারফর্মারও এই অলরাউন্ডার। টেস্ট ও ওয়ানডেতে তার উপস্থিতি ও পারফরম্যান্স তাকে পরবর্তী অধিনায়ক হিসেবে এগিয়ে রেখেছিল। অপেক্ষা ছিল কবে দায়িত্বটা পাকাপাকি তুলে দেওয়া হয়! নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সেটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
ওয়ানডের দায়িত্ব পেতে যাওয়া মিরাজ এই ফরম্যাটে এরই মধ্যে খেলেছেন ১০৫টি ম্যাচ। যার মধ্যে ব্যাট হাতে করেছেন এক হাজার ৬১৭ রান। যেখানে দুই সেঞ্চুরির পাশাপাশি আছে ছয়টি হাফসেঞ্চুরি। এ ছাড়া বল হাতে মিরাজ নিয়েছেন ১১০টি উইকেট।
ওয়ানডেতে আইসিসির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের নামটা বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে। বাঁহাতি এই অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে অবস্থান তৃতীয়তে। সাম্প্রতিক পারফর্মে বাংলাদেশের টপ পারফর্মারও তিনি। তাই নেতৃত্বের আলোচনায় মিরাজকে টপকানোর আর কেউ ছিলেন না। ৫০ ওভারের ক্রিকেটে আট বছর পার করার পর অবশেষে অধিনায়ক হিসেবে নতুন অভিষেক হতে যাচ্ছে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের।