অভিষেকেই আতলেতিকোকে উড়িয়ে দিল পিএসজি

0

পাসাদেনার রোজ বোলে প্রায় ৮১ হাজার দর্শকের সামনে দুর্দান্ত জয় পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ জয়ীরা ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু করেছে চ্যাম্পিয়নদের মতোই। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া আতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।

- Advertisement -

- Advertisement -

ম্যাচের প্রথম ১৫ মিনিটে ৮২.৬ শতাংশ বল দখলে রাখে পিএসজি। শেষ পর্যন্ত সেই দাপট ধরে রাখে ফরাসি চ্যাম্পিয়নরা। গোল পেতেও লাগেনি বেশি সময়। ১৯ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনতা। দুটি গোলেই অ্যাসিস্ট করেন খিচা কাভারাস্কেইয়া।

আতলেতিকো সমতায় তো ফিরতে পারেনি, উল্টো ৭৮ মিনিটে হয়ে পড়ে ১০ জনের দল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ক্লেমেঁ লংলে। রক্ষণভাগের সেই ফাটলের সুযোগ নিয়ে ৮৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় পিএসজি। যোগ করা সপ্তম মিনিটে পায় চতুর্থ গোল।

এ মাসের শুরুতেই মিউনিখের ফাইনালে ইতালির ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি। এবার ক্লাব বিশ্বকাপের শুরুতেই গুঁড়িয়ে দিল স্পেনের শক্তিশালী দল আতলেতিকোকে।

ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম খেলছে পিএসজি। শুরুতেই দাপুটে জয়ে ‘বি’ গ্রুপের বাকি দুই দল ব্রাজিলের বোতাফোগো ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সকে হুমকি দিয়ে রাখল লুইস এনরিকের দল।

You might also like