নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
ম্যাচ শুরুর আগে এক মিনিটের নিরবতায় শোক প্রকাশের সময়ই মেয়েরা জেনে গেছেন ১৯টি তাজা প্রাণ ঝরে গেছে ঢাকায়
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো মেয়েরা। সেখানে গোলে নেপালের জাল ভাসিয়েছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের নাম্বার টেন মোসাম্মৎ সাগরিকা। নেপালকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চার গোলই করেছেন সাগরিকা।
সাফের আসরে আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে সকাল শুরু করেছিল মেয়েরা। কিন্তু কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর আগে অন্যদের মতো বিষাদে ভরে ওঠে তাদের মন। ম্যাচ শুরুর আগে উত্তরায় বিমান দুর্ঘটনা খবর প্রতিটি কানের মতো পৌঁছে যায় মেয়েদের কাছেও। ম্যাচ শুরুর আগে এক মিনিটের নিরবতায় শোক প্রকাশের সময়ই মেয়েরা জেনে গেছেন ১৯টি তাজা প্রাণ ঝরে গেছে। যাদের অধিকাংশই শিশু।
ওই শোকের স্তব্ধতা নিয়ে টানা দু’বার বয়সভিত্তিক সাফের ট্রফি ঘরে তোলার মিশনে একের পর এক গোল উদযাপনে মাতেন সাগরিকা। যার প্রথমটি আসে ম্যাচের ৭ মিনিটে। সতীর্থের ডিফেন্স চেরা পাস খুঁজে নেন সাগরিকা। নেপাল গোলরক্ষক সুজাতা তামাংকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে।
মনে পুষে রাখা ক্ষোভ থেকেই হয়তো সাগরিকা যেন ছিলেন অপ্রতিরোধ্য। এই নেপালের বিপক্ষে প্রথম সাক্ষাতে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয় তাকে। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমে ৫০ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন।
সাগরিকার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রন নেওয়া বাংলাদেশ ৫৮ মিনিটে ৩-০ গোলের লিড নেয়। সাগরিকা হ্যাটট্রিক পূর্ণ করেন। বাংলাদেশের সীমানা থেকে ভাসিয়ে পাঠানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রন নেন তিনি। নেপাল গোলরক্ষক এগিয়ে আসলে বুদ্ধিদীপ্ত দক্ষতায় চিপ করে বল জালে পাঠান তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক পাওয়া সাগরিকা ৭৬ মিনিটে দলের ও নিজের চতুর্থ গোল করেন।
মেয়েদের এবারের অনূর্ধ্ব-২০ সাফে অংশ নেয় চার দল বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। শেষ সময়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। আসরটি তাই রাউন্ড রবিন গ্রুপে আয়োজন করা হয়। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হয়েছে। পয়েন্টের ভিত্তিতে ছয়টি করে ম্যাচের এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নেপাল ১২ ও ভুটান ৬ পয়েন্ট তুলেছে। ছয় ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা।