অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় শেষে হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভা
দ্রুতই আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু ঘোষণা করার কথা জানিয়েছেন এসিসির বর্তমান সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি
প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ভারতীয় ক্রিকেট বোর্ড, লঙ্কান ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ইতিবাচক দিক হলো- সরাসরি এবং ভার্চুয়ালি মিলিয়ে এসিসির পূর্ণ ও সহযোগী ২৫ সদস্যই সভায় অংশ নিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এসিসির সভা শেষে আসন্ন এশিয়া কাপ, ২০২৭ সালের এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন এসিসির বর্তমান সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এছাড়া সকল সদস্যের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। অসাধারণ আতিথেয়তার জন্য ধন্যবাদ দিয়েছেন বিসিবিকে।
সভা শেষে নাকভি জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘এই বিষয়ে (এশিয়া কাপ) শীঘ্রই ঘোষণা আসবে। আমরা বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করছি। আশা করি খুব দ্রুতই বিষয়টির সমাধান হবে। ভেন্যুও আমরা শীঘ্রই ঘোষণা করবো। আমরা (২০২৭ এশিয়া কাপ) নিয়েও আলোচনা করেছি। আমি এবং আমিনুল ভাই (বিসিবি সভাপতি) কিছু অমীমাংসিত বিষয় সমাধান করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটির কার্যক্রম সম্পন্ন করবো।’