ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো ক্যারিবিয়ানরা। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অজিরা।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করে ওয়েষ্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল ও তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।
সেন্ট কীটস এবং নেভিসে টস জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান অজি দলনেতা মিচেল মার্শ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার। পাওয়ার প্লেতে হারিয়ে বসে তিন উইকেট। এরপর সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট।
চাপ সামলে দলকে এগিয়ে নেওয়ার প্রয়াস চালান শিমরন হ্যাটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ৩১ বলে ৫২ রান করেন হ্যাটমায়ার। ১৭ বলে ৩৫ রান করেন রাদারফোর্ড। এছাড়া জেসন হোল্ডার করেন ২০ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। তিন ওভার শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। এরপর সাজঘরের পথ ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টিম ডেভিড। তবে ক্যামেরন গ্রিন-মিচেল ওয়েন-অ্যারন হার্ডিরা দলের জয় নিশ্চিত করেন।
দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ওয়েন। এছাড়া গ্রিন ৩২, ডেভিড ৩০ ও হার্ডি ২৮ রান করেন।