আনচেলত্তি-সেবায়োসকে জবাব সিমেওনের
দল বদলানোর পর তাদের কথার সুর বদলে গেছে
আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে ও রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি
একই শহরের দুই প্রান্তে দুটি ক্লাব। মাঝে দূরত্ব মোটে ৮ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে সর্বোচ্চ ১৩ মিনিটের মতো। ভৌগোলিক দূরত্বের তুলনায় লিগের পয়েন্ট টেবিলে দুই দলের ব্যবধানটা আরও কম – মোটে ২ পয়েন্টের! বলা হচ্ছে স্প্যানিশ লা লিগার দল রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের কথা। লিগে ২০ ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট ৪৬, আর রেয়াল মাদ্রিদের ৪৪। বর্তমানে পয়েন্ট তালিকায় লিগের শীর্ষ দুটি স্থানও নগর প্রতিদ্বন্দ্বী এ দুটি ক্লাবের দল।