আনচেলত্তি-সেবায়োসকে জবাব সিমেওনের

দল বদলানোর পর তাদের কথার সুর বদলে গেছে

আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে ও রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি

138

তা সবকিছুতে যেভাবে পাশাপাশি অবস্থান, তাতে ঠোকাঠুকি তো একটু লাগতেই পারে। মাদ্রিদ রেফারিংয়ের সুবিধা পেয়েছে, এমন মন্তব্য করে শুরুটা করেছিলেন সিমেওনে। এরপর দুই দলের কোচ জড়িয়েছেন কথার লড়াইয়ে, যেখানে কেউ কারও চেয়ে পেছনে পড়তে রাজি নন। আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে খোঁচা দিয়ে কিছু বলছেন তো সেটার পাল্টা জবাব দিচ্ছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। দুই কোচের কথার লড়াইয়ে আবার যোগ দিয়েছেন মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োসও। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত স্প্যানিশ ফুটবল।

সে উত্তাপ আরও চড়িয়ে দিয়েছেন সিমেওনে। এবার খোঁচা দিয়ে আনচেলত্তির স্মৃতিশক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ। এ-ও বলছেন, এর আগে অন্য ক্লাবে থাকার সময়ে ঠিকই যে মাদ্রিদের রেফারিংয়ের সুবিধা পাওয়ার বিপক্ষে বলেছিলেন, সেটা মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই কোচ।

দুজনের কথার লড়াইয়ের শুরুটা হয়েছিল গত বৃহস্পতিবার রাতে সেলতা ভিগোর বিপক্ষে রেয়াল মাদ্রিদের ম্যাচের পর। কোপা দেল রের সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়। তাতে আরও ৩টি গোল করে শেষ পর্যন্ত ম্যাচটা ৫-২ গোলে জিতে নেন রেয়াল মাদ্রিদ।

ওই ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনাও কম হয়নি। অভিযোগ ওঠে, সেলতা ভিগোকে প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি। সে ঘটনার জেরে সিমেওনে বলেছিলেন, ‘আমি গতকালের ম্যাচটা দেখিনি। তবে ঘটনা সম্পর্কে শুনেছি। এমনটা তো শত বছর ধরেই হয়ে আসছে। আমি জানি না মানুষ তাহলে কেন এত অবাক হচ্ছে!’

সিমেওনের কথার জবাব দিতে কম যাননি আনচেলত্তিও। রেয়াল মাদ্রিদ কোচ সে সময় বলেছিলেন, ‘মানুষকে খুশি করতে মানুষজন মাঝে মধ্যে এমন কথা বলে। আমি মনে করি, রেয়াল মাদ্রিদ কী জিনিস, ১২৫ বছরের ইতিহাসে মাদ্রিদ কী করেছে, সেটা বোধহয় দুনিয়ার সবাই জানে। ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সবাই এটা আরও ভালো করেই জানেন। সম্ভবত এসবই কারও কারও গলায় কাঁটা হয়ে বিঁধছে।’

মাদ্রিদের মিডফিল্ডার দানি সেবায়োস যোগ করেছিলেন, সিমেওনে সম্ভবত ‘মাদ্রিদের কাছে দুটি ফাইনালের (চ্যাম্পিয়নস লিগে ২০১৪ ও ২০১৬ সালে) হারের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি।’

আনচেলত্তির জবাবে ফের পাল্টা তির ছুঁড়তে ভুল করেননি সিমেওনে। এবার আতলেতিকো কোচ বলেছেন, ‘আমি কখনো আমার সহকর্মীদের মন্তব্যে পাল্টা মন্তব্য করি না। আমি শুধু কিছু কথা মনে করিয়ে দিতে চেয়েছিলাম। এটা স্বাভাবিক, (আনচেলত্তি) এখন এই দলে আছেন বলে এই দলের পক্ষে কথা বলেছেন। মাদ্রিদ অবশ্যই ভালো করছে। তারা দল হিসেবে দুর্দান্ত। কিন্তু যখন তারা (আনচেলত্তি ও সেবায়োস) অন্য দলে ছিল, তখন তাদের ভাবনা ভিন্ন ছিল।’

সিমেওনের এ মন্তব্য যে ২০১৭ সালে আনচেলত্তি বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্নের ম্যাচকে ঘিরে, তা বুঝতে কষ্ট হয়নি কারও। সেবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রেয়াল মাদ্রিদের কাছে হারের পর সেটাকে ‘অন্যায্য’ ও ‘ব্যাপারটা স্বাভাবিক ছিল না’ বলে উল্লেখ করেছিলেন আনচেলত্তি। হ্যাটট্রিকের পথে ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি গোল অফসাইডে হয়েছিল, বায়ার্নের আর্তুরো ভিদালের লাল কার্ড প্রাপ্য ছিল না – এসব জানিয়ে রেফারিংয়ের সমালোচনা করেছিলেন আনচেলত্তি।

সেটি মনে করিয়ে দিয়ে গত সোমবার সিমিওনে আরও বলেছেন, ‘কেউ যদি অতীতে ফিরে যায় এবং বায়ার্নের বিপক্ষে (রেয়ালের) ম্যাচটিতে যায়, তবে দেখবে কোচ (আনচেলত্তি) মাঠে যা ঘটেছে, সেটা ধরেই মন্তব্য করেছিলেন। এটা তো বোঝাই যায় যে (আমার) কথাগুলো মানুষকে খুশি করার উদ্দেশে ছিল না।’

সেবায়োসের কথার জবাবে সিমেওনে বলেছেন, ‘সেবায়োসের উদ্দেশ্যেও একই কথা। যখন যে বেতিসে ছিল, সে-ও (মাদ্রিদের পক্ষে রেফারিং নিয়ে) এমন মন্তব্য করেছিল।’

- Advertisement -

- Advertisement -

You might also like