স্বৈরাচারীদের ফিরে আসার বিষয়ে সতর্ক থাকার আহ্বান ড. ইউনূসের

৪২

দেশে আর কোনো দিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

- Advertisement -

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে জাতীয় স্কাউট প্রশিক্ষণ-২ এর সপ্তম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ আহ্বান জানান।

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগান সামনে রেখে জাতীয় কমডেকা অনুষ্ঠিত হচ্ছে।

সপ্তম জাতীয় কমডেকার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে।

সপ্তম জাতীয় কমডেকার সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সপ্তম জাতীয় কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সপ্তম জাতীয় কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার স্কাউট সদস্য অংশ নিয়েছে।