জুনের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: সিইসি

৩১

আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

- Advertisement -

- Advertisement -

তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। সেক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, কমিশনের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন। ঐকমত্য কমিশনের মেয়াদ ৬ মাস হওয়ায় সমঝোতার জন্য ততোদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘মনোনয়নপত্র জমা থেকে শুরু করে প্রত্যাহার, আবার আপিল করবে আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া এগুলো সব করতে আমার দেড়–দুই মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে তো আমার অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে। যদি নির্বাচন ডিসেম্বরে হতে হয়।’

জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব- স্থানীয় সরকার সংস্কার কমিশনের পর্যবেক্ষণের সাথে একমত নন সিইসি।

তিনি জানান, ভোটার তালিকা স্বচ্ছভাবে চূড়ান্ত হওয়ার আগে স্থানীয় নির্বাচন অসম্ভব।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সংস্কার কমিশন বলছে, এটা ওনাদের বক্তব্য। ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক বিতর্ক তো চলছেই। কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের, কেউ বিপক্ষে বলে। আমরা তো এর মধ্যে যুক্ত হতে চাই না। আমরা আগে ভোটার লিস্ট বানাই, তারপর দেখা যাবে। ভোটার লিস্টই তো বানাতে পারলাম না এখন পর্যন্ত।’

সংসদীয় আসনের সীমানা নির্ধারণের অনেক আবেদন আইনি জটিলতার কারণে নিষ্পত্তি করা যাচ্ছে না। এরই মধ্যে সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।