ব্যাংক কর্মকর্তাদের ঘুষ থেকে দূরে থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার

২১

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

- Advertisement -

- Advertisement -

রবিবার (২ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার কথাও বলেন তিনি।

তিনি বলেন, অফিসের ফাইল আটকে না রেখে দ্রুত ছেড়ে দিতে হবে।

এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, যারা নানা ভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদের বিচার হওয়া উচিত।

অর্থনৈতিক ও জনস্বার্থে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করারও আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।