খাবার-পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি- লবণ-ফ্যাটের মাত্রা

65

বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাবারে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ সম্পর্কিত সতর্কবার্তা সন্নিবেশ করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস রয়েছে। একই সঙ্গে আমাদের রিজিওনাল স্ট্যান্ডার্ড বিবেচনা করে মডেস্ট অ্যাপ্রোচে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য সেবা বিভাগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

এক্ষেত্রে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা মোড়কে উল্লেখ করতে হবে।

You might also like