দেশে বসেই বিশ্ব নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীরা যেন দেশে বসেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

- Advertisement -

- Advertisement -

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে দুই উপদেষ্টার সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আগামী ৮ থেকে ১০ মাসের মধ্যে দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে বড় রকমের একটা পরিবর্তন এসেছে। আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। প্রধান উপদেষ্টা যে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন, সামনের যে ‘জার্নিটা ইজি’ হবে তা নয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা একটা বিশাল জগৎ। আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি। সুতরাং জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে।

এই ধরনের পরিসরে এসে বসবেন তা জীবনে ভাবেননি জানিয়ে নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, আমি মনে করি, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি, যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্মোন্নয়নের উপযুক্ত পথ। যা হবে আর্থ-সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষের সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়।

এদিকে, বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ১০ মার্চের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যপুস্তক হাতে পাবে।

এর আগে, বেলা ১১টার দিকে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সি আর আবরার শপথ নেওয়ার পর বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ২৩ জন।

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।