ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হবে না: আলী রিয়াজ

63

ঐকমত্য কমিশনের সংস্কার কাজের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ।

- Advertisement -

- Advertisement -

সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও এক সাথে সম্ভব। কমিশনের মেয়াদ ৬ মাস। যত দ্রুত আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছানো যায়, তত দ্রুত সনদ তৈরি হবে। যেহেতু, ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ। তবে কমিশনের কারণে নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই।’

আলী রিয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের সংস্কারের জন্য নির্বাচন কার্যক্রম পেছাবে না।’

আলী রিয়াজ আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে, আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানো সম্ভব। বড় রাজনৈতিক দল ও অধিকাংশ দলের ঐকমত্য হলে সেটা গ্রহণযোগ্য হবে।’

You might also like