আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

48

ঢাকার সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও র‍্যাবের সদস্যরা সহযোগিতায় সকাল সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের টেলিফোন অপারেটর শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৭টার দিকে ওই পাওয়ার গ্রিডে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

তিনি জানান, প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিস বলছে, তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

You might also like