রাজধানীর বনানীতে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ট্রাকচালকের নাম মো. টিটন ইসলাম।
এর আগে সোমবার সকালে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় নিহত হন পোশাকশ্রমিক সুমাইয়া আক্তার (২০)।
এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মীরা এদিন প্রায় ৭ ঘণ্টা চেয়ারম্যানবাড়ি সড়কের উভয় পাশ অবরুদ্ধ করে রাখেন। এতে ওই এলাকাসহ আশপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে ঢাকাজুড়ে। ব্যাপক ভোগান্তিতে পড়ে মানুষ।