পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং: ইসি সানাউল্লাহ্

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয় জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্ বলেন, এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ্ বলেন, প্রক্সি ভোটিংয়ের নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক শেষে ইসি জানায়, একটি অ্যাপ তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যেই প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর লক্ষ্য কমিশনের।