মহাখালী সাততলা বস্তিতে ৩০০ ঘর পুড়ে ছাই

42

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় ৩০০ ঘর।

- Advertisement -

- Advertisement -

বুধবার রাত সাড়ে ৩টার কিছুক্ষণ পর এ আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বস্তির পাশের এক ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে স্থানীয়রা জানান, রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। প্রথমে সংস্থাটির চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে একে একে আরও আটটি ইউনিট যোগ দেয়। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় চারটি ইউনিট পানি ছিটানোর কাজ করতে পারেনি।

You might also like