ঢাকা-ভৈরব রুটে নতুন ট্রেন চালু

78

ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামে নতুন ট্রেন চালু হয়েছে।

- Advertisement -

- Advertisement -

বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।

এ সময় রেলপথ উপদেষ্টা বলেন, কোচ এবং ইঞ্জিনের স্বল্পতার কারণে পুরাতন কোচ সংস্কার করে প্রস্তুত করা হয়েছে দুটি ট্রেন। এ ট্রেনে মেট্রোরেলের আদলে দাঁড়িয়ে এবং বসে যাত্রী পরিবহন করা হবে।

উপদেষ্টা বলেন, কোচ সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টার চীন সফরের সময় দেশটির সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে নরসিংদী কমিউটার-১ ট্রেনটি ভৈরব বাজারের পরে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কাউন্টার থেকে এ ট্রেনের টিকেট পাওয়া যাবে। ৭০ থেকে ৭৫ কিলোমিটার গতিতে চলবে এ ট্রেন আর তাতে নরসিংদী যেতে সময় লাগবে ২ ঘণ্টা ২০ মিনিট। নতুন ট্রেন চালু হওয়ায় ঢাকা, নরসিংদী, ভৈরববাজার এবং আশপাশের কর্মজীবী ও অফিসগামী মানুষের যাতায়াত সহজ হবে মনে করছেন এ রুটে চলাচলকারীরা।

You might also like