রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা চান ইউনূস

32

শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার ক্ষেত্রে চীনের আরও বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

- Advertisement -

শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। খবর বাসসের।

আলোচনার শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের সাম্প্রতিক জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথ তৈরি করেছে।

চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার ধারণা চীনে পরিচিত করানোর ক্ষেত্রে তার এক ধরনের সংযোগ ছিল।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের তাদের জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বান জানান তিনি।

দুই দেশের পক্ষ থেকে নিজ নিজ প্রতিনিধিদের নেতৃত্ব দেন মুহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রধান উপদেষ্টা আজ বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হোটেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগ’-এ অংশ নিচ্ছেন।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা ও চীনা বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

এ ছাড়া, একই ভেন্যুতে তিনি তিনটি রাউন্ডটেবিল আলোচনায় অংশ নেবেন। এগুলো হলো—টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০: উৎপাদন ও বাজার সম্ভাবনা, এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও থ্রি-জিরো বিশ্ব।

বৈঠকগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, সামাজিক ব্যবসার অভিজ্ঞ ব্যক্তিরা, চীনের শীর্ষ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন অধ্যাপক ইউনূস।

এরপর রাতে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

চার দিনের চীন সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

You might also like