বাংলাদেশে কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

28

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার  পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অনেক ভালো’ বলেও মনে করেন তিনি।
বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারা, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিলসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে যান উপদেষ্টা। এর এক ফাঁকে সংবাদকর্মীদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আগের দিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে ইসলামি উগ্রবাদীদের উত্থানের দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের প্রতিক্রিয়া জানতে চান এক সংবাদকর্মী।
জবাবে তিনি বলেন, “কোন পোস্টে কী বলে এটার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এখানে কোনো ধরনের কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না; আপনারা আমার থেকে আরও ভালো জানেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
‘বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন ইসলামি কট্টরপন্থিরা সুযোগ দেখছে শিরোনামে’ নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ‘রাজনৈতিক শূন্যতার’ সুযোগে বাংলাদেশ ধর্মীয় মৌলবাদীদের দখলে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং নামে ফেসবুক পাতায় এই প্রতিবেদনকে ‘একতরফা’ ও বিভ্রান্তিকর দাবি করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস দেশে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে আটক একজনকে ইসলামপন্থিদের চাপের মুখে মুক্ত করা, আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা ও নারী ফুটবল আয়োজন বন্ধ করার উদাহরণ টেনেছে।
পত্রিকাটির প্রতিবেদক জামায়াতে ইসলামী ও অন্যান্য ছোট ধর্মভিত্তিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছে, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কিছু সুনির্দিষ্ট মূল্যবোধ মেনে চলে নারীরা বাইরে কাজ করতে পারবে, তবে ধর্মভিত্তিক ছোট রাজনৈতিক দলের নেতারা ইসলামি শাসনের প্রশ্নে কঠোর অবস্থানের কথা বলেছেন।
উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের পদে আসা নাহিদ ইসলামের মন্তব্যও নিয়েছে নিউ ইয়র্ক টাইমস, তিনি নিজেও বলেছেন, “দেশ চরমপন্থার দিকে চলে যাওয়ার ঝুঁকিতে আছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। আল্লায় দিলে সবাই যদি সহযোগিতা করেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমরা এক সঙ্গে মিলে সমাধান করব।”
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে ঘটনাগুলোর উদাহরণ টানা হয়েছে, সেগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন একজন সংবাদকর্মী। তিনি বলেন, “সেগুলো তো আমরা ঘটতে দেখেছি। বিশেষ করে তৌহিদী জনতার নামে…।”
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পরে কিছুদিন সরকারই ছিল না। এরপর সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেটা আরও হবে। পুরাতন ঘটনা নিয়ে আসলে তো হবে না।”
জঙ্গিবাদ নিয়ে আবার প্রশ্ন করতে গেলে উপদেষ্টা তা নেননি।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোটামুটি স্যাটিসফ্যাইড’ এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। এটা আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যেতে হবে।”
কোনো নিরীহ মানুষের যেন হয়রানির শিকার না হতে হয় সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “পাশাপাশি এটাও বলা হয়েছে, কোনো সন্ত্রাসী যেন ছাড় না পায়। যারা দুষ্কৃতকারী তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

- Advertisement -

- Advertisement -

You might also like